তথ্য প্রযুক্তির যুগে দ্রুত অগ্রগামী বিশ্বের সঙ্গে পদক্ষেপ মেলাতে ও বিশেষ করে বর্তমান শিক্ষার অন্যতম মাধ্যম হিসাবে তথ্য প্রযুক্তির ব্যবহার (Smart Classroom, Virtual Class, Computer based Laboratory, Computer based Language Lab, Computer based Library Operation etc.) ক্রমশ বৃদ্ধির কারণে ভাঙড় মহাবিদ্যালয়ের পক্ষ থেকে নামমাত্র ফি তে একটি সার্টিফিকেট কোর্স ও একটি ডিপ্লোমা কম্পিউটার কোর্স ছাত্র ছাত্রীদের উপহার দেওয়া হয়েছে।
ভর্তিঃ প্রতি বছর জুলাই মাসে মহাবিদ্যালয়ে ভর্তির পর কম্পিউটার কোর্সে ভর্তির জন্য আবেদন করা যাবে। নিন্মে দেওয়া লিঙ্ক থেকে ফর্ম ফিলাপ করে নোটিশ অনুযায়ী কলেজে জমা করতে হবে।
ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্রঃ
(১) নিচে দেওয়া ভর্তির ফর্ম (পূরণ করা)
(২) ১ম কিস্তি ৩০০ টাকা
(৩) মহাবিদ্যালয়ে ভর্তির প্রমান্য কাগজ। (ভর্তির বিল/ আই কার্ড)
যোগ্যতাঃ কেবল মাত্র ভাঙড় মহাবিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীরাই স্নাতক কোর্সের সাথে সাথে কম্পিউটার কোর্সটি অধ্যায়ন করার সুযোগ পাবে।
কোর্সের মেয়াদঃ
CCA - ১ বছর
DCA * - ১ বছর * CCA কোর্স পাশ করলে তবেই DCA কোর্স করা যাবে।
কোর্স ফীঃ
CCA – মোট ১২০০/- কোর্স ফী পরিশোধের সময় সূচী নিন্মে দেওয়া হল।
DCA- মোট ১২০০/- কোর্স ফী পরিশোধের সময় সূচী নিন্মে দেওয়া হল।
কোর্স ফী পরিশোধের সময় সূচীঃ
প্রথম কিস্তিঃ ৩০০ টাকা ( জুলাই মাসে ভর্তির সময় পরিশোধ করতে হবে )
দ্বিতীয় কিস্তিঃ ৩০০ টাকা ( অক্টোবর মাসের ১৫ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে )
তৃতীয় কিস্তিঃ ৩০০ টাকা ( জানুয়ারী মাসের ১৫ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে )
চতুর্থ কিস্তিঃ ৩০০ টাকা ( এপ্রিল মাসের ১৫ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে )
পাঠক্রমঃ
CCA: Fundamentals & Operation system (Windows), MS Office (Word, Excel, Power Point), Photo Editing Tool (Photoshop), Regional Font (Bengali).
DCA: Basic Networking, Internet, Email & Web Browsing technique, Web Scripting Tool (HTML), Basic CSS, Structured Programming Language-C.
পরীক্ষাঃ
প্রতি কোর্সের শেষে পরীক্ষা মহাবিদ্যালয় দ্বারা পরিচালিত হবে।
শংসাপত্র প্রদানঃ
প্রতিটি কোর্সর শেষে পরীক্ষায় সফল শিক্ষার্থীদের মূল্যবাণ সার্টিফিকেট প্রদান করা হবে।
কম্পিউটার শিক্ষকের যোগাযোগঃ 9564196063
Download Admission form | |
Verifiy Certificate |